নন্দী ডেস্ক: কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার (৩০ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী এপিপি এডভোকেট মো. নুরুল ইসলাম
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মো. জামাল হোসেন কুমিল্লা চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরু মিয়ার ছেলে। জামাল পেশায় একজন রিকশাচালক। হত্যাকাণ্ডের শিকার জামাল হোসেনের স্ত্রী মোছা. মলেকা বেগম।
মামলা বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জামাল হোসেন মোছা. মলেকা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর রশি দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। স্বজনরা চান্দিনা থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় নিহতের বড়ভাই খোরশেদ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নুরুল ইসলাম নিহতের স্বামী মো. জামাল হোসেনকে (৩০) ঘটনার তিনদিন পর আদালতে হাজির করে। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম ২০১৪ সালের ১৪ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আজ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় মো. জামাল হোসেন আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী এপিপি এডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, আমরা আশাবাদী উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
রবিবার, মার্চ ১৬
Trending
- চৌদ্দগ্রামের মিয়া বাজারে ককটেল ফাটিয়ে ও গুলিবর্ষন করে স্বর্ণ দোকানে ডাকাতি ॥ গুলিবিদ্ধ এক ব্যবসায়ী ॥ আটক এক
- চৌদ্দগ্রামে প্রেমের ঘটনার জের ধরে হামলায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু # এলাকায় উত্তেজনা, বিক্ষোভ মিছিল # অতিরিক্ত পুলিশ মোতায়েন
- চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা
- চৌদ্দগ্রাম বাজারে ফুটপাতের দুই পাশে স্লেব বিহীন ড্রেন গুলো দূর্ঘটনার ফাঁদ * ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল * দুর্গন্ধে নানান রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ
- চৌদ্দগ্রামে মায়ের সামনে যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মধ্যযোগীয় নির্যাতন ॥ ভিডিও ভাইরাল
- চৌদ্দগ্রামে দায়সারা ভাবে শেষ হলো তারুণ্যের উৎসব মেলা।। ১৫ স্টলের মধ্যে বুকিং হয়েছে মাত্র ৫টি
- “কারাগারে ছাত্রলীগ নেতাকে পেটানোর অভিযোগ: হাত ভাঙার ঘটনা”
- কারাগার থেকে একে একে মুক্ত হচ্ছেন বিডিআর সদস্যরা, ফুল দিয়ে বরণ