নন্দী ডেস্ক:
বোর্ডার-গাভাস্কার সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছে ভারত। সিরিজের প্রথম টেস্টে জিতলেও বাকি চারটির একটিতেও জয়ের দেখা পায়নি রোহিত শর্মারা। শেষ ম্যাচে সিডনিতে তিনদিনে জিতে সিরিজ নিশ্চিত করেছে অজিরা। এদিকে অজিদের বিপক্ষে এ সিরিজে ভারতের অন্যতম নায়ক জশপ্রীত বুমরা। সিরিজসেরাও হয়েছেন তিনি। তবে তাকে নিয়ে দুঃসংবাদও পেতে হয়েছে।
কদিন আগেই শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার সিরিজে বেশ চাপেই থাকতে হয়েছে বুমরাকে। ভারতীয় এই পেসার খেলেছেন সিরিজের ৫ ম্যাচেই। ৯ ইনিংসে তিনি ১৫১.২ ওভার বোলিং করেছেন। সিডনিতে দ্বিতীয় ইনিংসে খেলতে পারেননি তিনি, পিঠের অসারতার কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে।
টানা দীর্ঘ সময় বোলিং করার কারণেই বুমরার এই চোট। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের সেরা বোলার এভাবে চোটে পড়ায় কিছুটা দুশ্চিন্তায়ই ভারতের টিম ম্যানেজম্যান্ট। এদিকে অজিদের বিপক্ষে সিরিজে বুমরাকে এভাবে ব্যবহার করায় বেশ বিরক্ত ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই স্পিনার বলেন, ‘আখ চিপে যেভাবে সব রস বের করে নেওয়া হয়, সেভাবে তাকে ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা এমন ছিল যে ট্রাভিস হেড এসেছে, বলটা বুমরাকে দাও; মারনাস এসেছে, বলটা বুমরাকেই দাও; স্টিভ স্মিথ এসেছে, বুমরাকেই দাও বলটা।’
তিনি আরও বলেন, ‘বুমরা কত ওভার বোলিং করবে? অবস্থা এমন করে ফেলা হয়েছিল যে শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। সে থাকলে অস্ট্রেলিয়া হয়তো পঞ্চম (সিডনি) টেস্টটি জিততই, কিন্তু ৮টি উইকেটও পড়তে পারত, কাজটা তাদের জন্য কঠিন হতো। তার পিঠটা ভেঙে ফেলা হয়েছে। তাকে দিয়ে কত ওভার বোলিং করানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া উচিত ম্যানেজমেন্টের।’