নন্দী ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আল-বাইদা প্রদেশে একটি গ্যাস স্টেশন ও একটি গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬৭ জন, যাদের মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর। হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ কথা জানিয়েছে।
এর আগে দুই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, শনিবার আল-বাইদা প্রদেশের আল-জাহির এলাকার একটি প্রাকৃতিক গ্যাস রিফিলিং স্টেশনে বিস্ফোরণে ১২ জন নিহত ও একশরও বেশি আহত হয়েছেন।
স্থানীয় আরেক কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের সময় সেখানে অনেক গ্রাহক উপস্থিত ছিলেন। ফলে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে। এসময় অনেক গাড়িতে আগুন ধরে যায় বলে সামাজিক যোগোযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে।
ইয়েমেনে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। দেশজুড়ে আবাসিক এলাকায় অসংখ্য গ্যাস স্টেশনের কারণে এমন দুর্ঘটনা বারবারই ঘটছে। এদিকে এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে নিরাপত্তাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন হুথি মুখপাত্র হাশেম শরাফুদ্দিন।
ইয়েমেনে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। ধ্বংস হয়েছে হাজারো অবকাঠামো। লাখ লাখ মানুষ পড়ছেন চরম মানবিক সংকটে।