নন্দী টিভি ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা। আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।
চিকিৎসক জাহিদ বলেন, ‘গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম (খালেদা জিয়া) লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। তাঁর সর্বশেষ যে রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক তাঁকে দেখবেন। পরবর্তীতে তাঁর চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ, তাকে তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমোটো আর্থরাইটিস প্রতিটির জন্য। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সে জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যাতে আমরা এটাকে এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে, ওয়ান আমব্রেলা অর্থাৎ, ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে তাঁরা উদ্যোগ গ্রহণ করেছেন।’
জাহিদ হোসেন বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) সার্বিক অবস্থা বিবেচনা করে, বয়সের কথা বিবেচনায় রেখে যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে, সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে আমরা আশা করি। সেটা হয়তো আগামী দুই-তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেনডেড মেম্বার আছেন, তাঁরাও এ দেশের (লন্ডন) এবং দেশের বাইরের তাঁরা এ ব্যাপারে মতামত দেবেন, পরবর্তী সময়ে সেই অনুযায়ী তাঁর চিকিৎসা চলবে।’
দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে জাহিদ বলেন, ‘শুধু লন্ডনসহ প্রবাসীরা নন, বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য। তাঁর সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
তিনি আরও বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে বিশেষ করে তাঁর দুই পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলী রহমান, তিন নাতনি জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে), জাফিয়া রহমান ও জাহিয়া রহমান (আরাফাত রহমান কোকোর মেয়ে) সব সময়ই এবং দেশের (লন্ডন) বাইরে যাঁরা আছেন, তাঁরা টেলিফোনে সার্বক্ষণিক ম্যাডামের খোঁজ-খবর নিতে যোগাযোগ রাখছেন।
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সব সময় নিরবচ্ছিন্ন কাজ করছেন বলে জানান জাহিদ।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
শুক্রবার, মার্চ ১৪
Trending
- চৌদ্দগ্রামের মিয়া বাজারে ককটেল ফাটিয়ে ও গুলিবর্ষন করে স্বর্ণ দোকানে ডাকাতি ॥ গুলিবিদ্ধ এক ব্যবসায়ী ॥ আটক এক
- চৌদ্দগ্রামে প্রেমের ঘটনার জের ধরে হামলায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু # এলাকায় উত্তেজনা, বিক্ষোভ মিছিল # অতিরিক্ত পুলিশ মোতায়েন
- চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা
- চৌদ্দগ্রাম বাজারে ফুটপাতের দুই পাশে স্লেব বিহীন ড্রেন গুলো দূর্ঘটনার ফাঁদ * ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল * দুর্গন্ধে নানান রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ
- চৌদ্দগ্রামে মায়ের সামনে যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মধ্যযোগীয় নির্যাতন ॥ ভিডিও ভাইরাল
- চৌদ্দগ্রামে দায়সারা ভাবে শেষ হলো তারুণ্যের উৎসব মেলা।। ১৫ স্টলের মধ্যে বুকিং হয়েছে মাত্র ৫টি
- “কারাগারে ছাত্রলীগ নেতাকে পেটানোর অভিযোগ: হাত ভাঙার ঘটনা”
- কারাগার থেকে একে একে মুক্ত হচ্ছেন বিডিআর সদস্যরা, ফুল দিয়ে বরণ