চৌদ্দগ্রাম বাজারে
ফুটপাতের দুই পাশে স্লেব বিহীন ড্রেন গুলো দূর্ঘটনার ফাঁদ
* ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল * দুর্গন্ধে নানান রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশের ফুটপাতের ড্রেনগুলোর বিভিন্ন স্থানে ডাকনা (স্লেব) ভেঙে দীর্ঘদিন পড়ে থাকলেও যেন দেখার কেউ নেই। স্লেব বিহীন ড্রেন গুলোতে পড়ে প্রতিদিনই কেউ না কেউ দূর্ঘটনার শিকার হচ্ছে। এতে করে চৌদ্দগ্রাম পৌরসভার একমাত্র বাজারের উপর দিয়ে প্রতিদিন শত শত নারী, পুরুষ, শিশু ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। আবার খোলা ড্রেনের দুর্গন্ধে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ব্যবসায়ীরাসহ সাধারণ জনগণ। কুমিল্লা সড়ক বিভাগ তদারকির দায়িত্ব থাকলেও তারা মেরামতের কোন উদ্যোগ নেয়নি। অপরদিকে অতীতে ড্রেন গুলো পরিস্কার ও মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল চৌদ্দগ্রাম পৌরসভাকে। কিন্তু এবার আর উক্ত ড্রেন গুলো পরিস্কার বা মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ ও লিখিত কোন পত্র দেওয়া হয়নি বলে পৌরসভা সূত্রে জানা গেছে। তবে পৌরসভা কর্তৃপক্ষ চায় সড়ক ও জনপদ বিভাগ নিজেরাই ড্রেনগুলো পরিস্কার ও মেরামত করুক।
চৌদ্দগ্রাম উপজেলা সদরে বিভিন্ন দপ্তরের সেবা প্রার্থীরা, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অসংখ্য বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের রোগী ও তাদের স্বজনরা এবং পৌর এলাকার মানুষ প্রতিনিয়ত মহাসড়কের পাশে ড্রেনের উপর দিয়ে চলাচল করে থাকেন। মহাসড়ক ব্যতীত পথচারীদের চলাচলে ড্রেন গুলো ফুটপাত হিসেবে ব্যবহৃত আসছে। এই ড্রেন গুলোর তথা ফুটপাতের মাঝখানে দাঁড়িয়ে আছে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি। এরপরও বিকল্প ব্যবস্থা না থাকার কারণে মানুষ কোন রকমে চলাচল করছেন। তারমধ্যে আবার ড্রেনের বিভিন্ন স্থানের ডাকনা (স্লেব) না থাকায় চলাচলে পথচারীদের আরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। অপরদিকে ডাকনা ভাঙা অংশে ড্রেনের পাশের দোকানী এবং কর্মচারীদের দীর্ঘদিন ধরেই দুর্গন্ধ সহ্য করে যেতে হচ্ছে। এতে করে তারা বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, চৌদ্দগ্রাম বাজারের ন্যাশনাল ব্যাংকের সামনে, ওয়াবদা রোড ও জামে মসজিদ রোডের মাথায়, বাজারের দক্ষিণ পাশে মতিন মাইকের সামনেসহ অসংখ্য স্থানে ড্রেনের উপর স্লাব নেই। স্লাব ভেঙ্গে যাওয়ায় প্রতিদিন স্কুল-কলেজের এবং সাধারন মানুষের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। বিভিন্ন সময়ে স্লাবের খালি অংশে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। বিশেষ করে বাজারের ব্যস্ততম এ এলাকায় রাতের অন্ধকারে ঢাকনাবিহীন ড্রেন বিপজ্জনক হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে ড্রেনে বিভিন্ন অংশে স্লাব না থাকায় ময়লা-আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ছড়িয়ে পড়ছে রোগ-জীবাণু। এছাড়া ড্রেনের ওপরে ডাকনা ও ডাস্টবিন না থাকায় মহাসড়কের উপর অবাধে ময়লা-আবর্জনা ফেলছে বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা।
চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদ এলাকার ব্যবসায়ী সবুর মিয়া বলেন ড্রেনের বিভিন্ন অংশে ঢাকনা না থাকায় আমাদের দুর্ভোগ আর ভোগান্তির শেষ নেই। ড্রেনের আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের ময়লা-আবর্জনা, টয়লেটের ময়লা, দুর্গন্ধযুক্ত পানি ড্রেনেই ফেলছে। ফলে চরম স্বাস্থ্যঝুঁকিতে আছি আমরা।
বাজারের ন্যাশনাল ব্যাংক এলাকায় ব্যবসায়ী লিয়াকত আলী জানান ড্রেনের ডাকনা না থাকার কারণে দুর্গন্ধে চলাফেরা করতে কষ্ট হচ্ছে দ্রুত ডাকনা নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহীন শাহ বলেন, ড্রেনের বিভিন্ন স্থানে ডাকনা ভেঙে গেছে এটা আমাদের নজরে এসেছে। ড্রেনটি দেখবালের দায়িত্ব কুমিল্লা সড়ক বিভাগের। অতীতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে ড্রেন গুলো পরিস্কার ও মেরামতের জন্য পৌরসভাকে দায়িত্ব দিয়েছিল সড়ক বিভাগ। বর্তমানে ড্রেন গুলো পরিস্কার ও মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ ও লিখিত কোন পত্র পৌরসভাকে দেয়নি সড়ক বিভাগ। তাই এখানে পৌরসভা কিছু করার সুযোগ নেই। তবে তারা আমাদের কে দায়িত্ব দিলে দ্রুত সময়ের মধ্যে মেরামত ও পরিস্কার করে দেওয়া হবে বলে তিনি জানান।
কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান জানান, ঢাকনাহীন ড্রেন সত্যি ঝুঁকিপূর্ণ। বিষয়টি সরেজমিন দেখে দুর্ঘটনা এড়াতে ড্রেনের ওপর ঢাকনা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার, মার্চ ১৩
Trending
- চৌদ্দগ্রামের মিয়া বাজারে ককটেল ফাটিয়ে ও গুলিবর্ষন করে স্বর্ণ দোকানে ডাকাতি ॥ গুলিবিদ্ধ এক ব্যবসায়ী ॥ আটক এক
- চৌদ্দগ্রামে প্রেমের ঘটনার জের ধরে হামলায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু # এলাকায় উত্তেজনা, বিক্ষোভ মিছিল # অতিরিক্ত পুলিশ মোতায়েন
- চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা
- চৌদ্দগ্রাম বাজারে ফুটপাতের দুই পাশে স্লেব বিহীন ড্রেন গুলো দূর্ঘটনার ফাঁদ * ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল * দুর্গন্ধে নানান রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ
- চৌদ্দগ্রামে মায়ের সামনে যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মধ্যযোগীয় নির্যাতন ॥ ভিডিও ভাইরাল
- চৌদ্দগ্রামে দায়সারা ভাবে শেষ হলো তারুণ্যের উৎসব মেলা।। ১৫ স্টলের মধ্যে বুকিং হয়েছে মাত্র ৫টি
- “কারাগারে ছাত্রলীগ নেতাকে পেটানোর অভিযোগ: হাত ভাঙার ঘটনা”
- কারাগার থেকে একে একে মুক্ত হচ্ছেন বিডিআর সদস্যরা, ফুল দিয়ে বরণ