নন্দী টিভি ডেস্ক: রাজশাহীতে অপহৃত মা-ছেলেকে উদ্ধার, বাদির বাসা থেকে পাওয়া গেল
রাজশাহী থেকে অপহরণের ২ মাস পর মা ও ছেলেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২০ জানুয়ারি) রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহী জেলার একটি টিম পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে। বাদির নিজ বাসাতেই তাদের সন্ধান মিলেছে বলে সংস্থাটি জানিয়েছে। বুধবার (২২ জানুয়ারি) পিবিআই রাজশাহীর পুলিশ সুপার মনিরুল ইসলাম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার রাজারহাট পামুলী গ্রামের আছির উদ্দিনের স্ত্রী শিরিনা খাতুন (৩৪) এবং তার শিশুপুত্র সিয়াম ইসলাম (১০)। আছির উদ্দিন নিজেই মামলার বাদি। তার পিতার নাম আব্দুল আলী। আছিরের শ্বশুরবাড়ি রাজশাহীর তানোর উপজেলার কাসেম বাজার এলাকায়।
গত বছরের ২৫ নভেম্বর তানোরের কাসেম বাজার এলাকা থেকে স্ত্রী ও ছেলেকে অপহরণ করা হয় বলে আছির অভিযোগ করেন। একদিন পর ২৭ নভেম্বর রাজশাহীর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৮/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন তিনি।
পিবিআই জানিয়েছে, মামলার পরিপ্রেক্ষিতে পিবিআই রাজশাহী জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মনিরুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রায়হানুজ্জামানের নেতৃত্বে পিবিআই রাজশাহীর এস.আই. এস. এম. তারিকুজ্জামান, এসআই নুর আমিন, এসআই মোহাম্মদ ফরিদুর রেজা এবং অন্যান্য সদস্যদের নিয়ে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। সোমবার রাত ১০টার দিকে দেবীগঞ্জ থানার দণ্ডপাল ইউনিয়নের রাজারহাটস্থ মামলার বাদি আছির উদ্দিনের বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়নকক্ষের ভিতর থেকে মামলার ভিকটিমদের উদ্ধার করা হয়।
সংস্থাটি আরও জানায়, পরবর্তীতে শিরিনা খাতুনকে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ২২ ধারায় জবানবন্দী প্রদান শেষে বিজ্ঞ আদালত ভিকটিমদ্বয়কে মামলার বাদি আছির উদ্দিনের জিম্মায় দিয়েছেন। এটি ফেইক মামলা বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ফরিদুর রেজা বলেন, অভিযান চালিয়ে বাদির বাসাতেই তাদের পাওয়া গেছে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
শুক্রবার, মার্চ ১৪
Trending
- চৌদ্দগ্রামের মিয়া বাজারে ককটেল ফাটিয়ে ও গুলিবর্ষন করে স্বর্ণ দোকানে ডাকাতি ॥ গুলিবিদ্ধ এক ব্যবসায়ী ॥ আটক এক
- চৌদ্দগ্রামে প্রেমের ঘটনার জের ধরে হামলায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু # এলাকায় উত্তেজনা, বিক্ষোভ মিছিল # অতিরিক্ত পুলিশ মোতায়েন
- চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা
- চৌদ্দগ্রাম বাজারে ফুটপাতের দুই পাশে স্লেব বিহীন ড্রেন গুলো দূর্ঘটনার ফাঁদ * ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল * দুর্গন্ধে নানান রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ
- চৌদ্দগ্রামে মায়ের সামনে যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মধ্যযোগীয় নির্যাতন ॥ ভিডিও ভাইরাল
- চৌদ্দগ্রামে দায়সারা ভাবে শেষ হলো তারুণ্যের উৎসব মেলা।। ১৫ স্টলের মধ্যে বুকিং হয়েছে মাত্র ৫টি
- “কারাগারে ছাত্রলীগ নেতাকে পেটানোর অভিযোগ: হাত ভাঙার ঘটনা”
- কারাগার থেকে একে একে মুক্ত হচ্ছেন বিডিআর সদস্যরা, ফুল দিয়ে বরণ